E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা ডাঃ এম. এ সোবহানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল

২০১৭ জুন ০২ ১৬:০২:৫৮
গৌরীপুরের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা ডাঃ এম. এ সোবহানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ এম. এ সোবহানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শনিবার (৩জুন/১৭)।

তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০সালের নির্বাচনে বলিষ্ট ভূমিকা রাখেন। ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি বঙ্গবন্ধুর ডাকে প্রতিটি কর্মসূচী পালনে ছিলেন নিবেদিত এক প্রাণ।

ভাষা আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাভোগ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরীপুর উপজেলার শাখার কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নির্বাচিত হন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কুরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণ সভা এবং পরিবারের পক্ষ থেকে মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

(এসআইএম/এসপি/জুন ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test