E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমাদের উন্নয়নমূলক প্রচারের দরকার নেই, প্রচারের দরকার সকারের’

২০১৭ জুন ০৩ ১১:৩৪:১৭
‘আমাদের উন্নয়নমূলক প্রচারের দরকার নেই, প্রচারের দরকার সকারের’

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : আমাদের উন্নয়ন মূলক প্রচারের দরকার নেই, প্রচারের দরকার সকারের। যাদের প্রচারের দরকার তারা করবে?, আমাদেরকে উদ্ভোধনের জন্য নিয়ে যায়, তাই আমরা যাই, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারের দ্বায়িত্ব রাজনৈতিক ব্যক্তিবর্গের আমাদের নয়। কথাগুলি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র এজিএম যুবরাজ চন্দ্র পাল এই প্রতিবেদককে মুঠো ফোনে  বলেন।

নবনির্মিত বিদ্যুৎ লাইনের উদ্ভেধনের বিষয়টি অবগত নন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। জানা যায়, উপজেলার বিলডোরা ইউনিয়নের বনগ্রাম,কাজিয়াকান্দা,বিলডোরা তিনটি গ্রামের ৮.৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের নতুন লাইন নির্মাণে ১ কোটি ১ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ২ জুন অপরাহ্নে নব নির্মিতবিদ্যুৎ লাইনের উদ্ভোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মি. জুয়েল আরেং।

সরকারের উন্নয়মূখী কার্যক্রম উদ্ভোধন অনুষ্টানটির বিষয়ে স্থানীয় কোন সাংবাদিকদের অবগত করেননি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারি বৃন্ধ। উল্টো সাংবাদিকদের বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচারের দরকার আমাদের নেই। যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণকে অবগত করার জন্য প্রচারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন । সেখানে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি চলছে উল্টো রথে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন বিদ্যুৎ সংযোগের লাইন উদ্ভোধনের বিষয়ে তিনি অবগত নন। বিদ্যুৎ বিভাগের কোন লোকজন তাকে জানননি বলে জানান। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণকে অবগত করার জন্য অব্যশই প্রচারের দরকার প্রয়োজন বলে মনে করেন তিনি।

হালুয়াঘাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাতেম আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, কোটি টাকা দিয়ে নির্মিত নতুন বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন অনুষ্ঠানের বিষয়টি তাদের জানা নেই। বিদ্যুৎ বিভাগের কোন কর্মকর্তা সাংবাদিকদের অবগত করেননি। প্রত্যন্ত গ্রামাঞ্চলের জন্য সরকারের এই প্রকল্পটি একটি মাইলফলক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সন্মানীত সদস্য আব্দুর রহমান, জেলা পরিষদের সন্মানীত সদস্যা মোছাঃ আসমাউল হোসনা শিমুল, বিলডোরা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, নারী নেত্রী মিসেস,ঝর্ণা ঘোষ ,কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত বিদ্যুৎ সংযোগ থেকে তিনটি গ্রামের প্রায় তিন হাজার জনসাধারণের কৃষি, আবাসিক ও দ্রুত ব্যবসায়ীদের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

(জেসিজি/এসপি/জুন ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test