E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সজাগের কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক

২০১৭ জুন ০৩ ১২:২৪:২৮
সজাগের কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান প্রখ্যাত অর্থনীতিবিদ ডঃ কাজী খলিকুজ্জান আহমদ এর নের্তৃত্বে পিকেএসএফ এর সহযোগি সংগঠন সজাগ কর্তৃক বাস্তবায়নাধিন সম্বৃদ্ধি কর্মসুচিসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করতে এসেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ।

এসময় প্রধান মন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যাুরোর মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান ও পিকেএসএফ-এর ব্যাবস্থাপনা পরিচালক ও সাবেক মূখ্য সচিব মোঃ আব্দুল করিম সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিত্বসহ ধামরাইয়ের ইউএনও আবুল কালাম, সজাগ এজিওর প্রতিষ্ঠাতা পরিচালক এমএ মতিন সাথে ছিলেন।

পরিদর্শনকারী এই দল ধামরাইয়ের সোমভাগ ইউপির বেসরকারী উন্নয়ন সংস্থা “সজাগ” এর উদ্যোদে আজ শুক্রবার সকালে গ্রামীন জনপদে এনজিও কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে তা সরজমিন পর্যবেক্ষন করতে এসেছিলেন ধামরাইয়ে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ প্রথমে সকাল সাড়ে এগারটায় ধামরাইয়ে সজাগের কালামপুরস্থ প্রধান কার্যালয়ের(সাত-তলা ভবনে)। মিলনায়তনে এক প্রদর্শনী সভায় সজাগের এনজিও বিষয়ের সকল কার্যক্রমের ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন পরিচালক এমএ মতিন।

এরপর দুপুর বারটায় সজাগের পুর্নবাসিত উদ্যমী সদস্যদের সাথে আলোচনা সভা শেষে অংশ নেন সমৃদ্ধি কেন্দ্র ঘর ও সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন।

এরপর সমৃদ্ধ বাড়ি ও রিন গ্রহিতা সদস্যের আয়বৃদ্ধিমুলক কার্যক্রন ,স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন। দুপুর দেড়টায় ধামরাই এর সর্ব বৃহৎ সজাগ এনজিও র প্রধান কার্যালয় পরিদর্শন করে নামাজ শেষে দুপুর দুইটায়

উন্নতজাদের বীজ উৎপাদন ও পক্রিয়াজাতকরন কেন্দ্র,গবাদি পশুর জাত উন্নয়ন কেন্দ্র,প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের চলমান যুব প্রশিক্ষন কেন্দ্র ও ক্লাস পরিদর্শন করেন।

সবশেষে সজাগ কর্তৃক গঠিত ও পরিচালিত বৃদ্ধদের সংগঠনের ৬২৫ জন বৃদ্ধের সাথে মতবিনিময় করে দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম শেষ করে বিকেলে ধামরাই থেকে ঢাকার উদ্যোশ্যে রওনা হয়ে যান সরকারের উন্নয়ন কার্যক্রমের পরিদর্শন কারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ এর টিম।

পিকেএসএফ এর সহযোগি সংগঠন সজাগ কর্তৃক বাস্তবায়নাধিন সম্বৃদ্ধি কর্মসুচিসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করতে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ, সজাগের সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

(ডিসিপি/এসপি/জুন ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test