E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট লণ্ডভণ্ড

২০১৭ জুন ০৩ ১৬:০৮:৩২
গৌরীপুরে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট লণ্ডভণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে পৌর শহরে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট, বৈদ্যুতিক লাইন ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে শহরের মাছুয়াকান্দা এলাকার ফাতেমা (৩৫) নামে এক গৃহবধূর হাত ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত ৮ টার দিকে গৌরীপুর পৌর শহরে প্রবল বেগে ঝড় শুরু হয়। এ সময় ঝড়ে পৌর শহরের মধ্যবাজার এলাকায় দুধ মহালে শতবর্ষী বিশাল বটগাছটি উপড়ে পড়ে এর নিচে থাকা ৫টি দোকান ভেঙ্গে যায়। এতে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গৌরীপুর রেলষ্টেশনে রেইনন্ট্রি গাছ উপড়ে গিয়ে রেলের ওভার ব্রীজের ক্ষতি হয় ও ৫টি দোকান ঘর ভেঙ্গে যায়। ঝড়ে শহরের মাছুয়াকান্দা এলাকায় নজরুল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনের ওপর ঘর পড়ে গিয়ে একটি হাত ভেঙ্গে যায়। প্রায় আধা ঘন্টাব্যাপী স্থায়ী এ ঝড়ে গৌরীপুর পৌর শহরের ষ্টেশনরোড এলাকায় যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকিম, মাছুয়াকান্দা এলাকায় নজরুল ইসলাম, মহব্বত চৌধুরী সবুর, আলী আহসান চৌধুরী, আজিজ মিয়া, নুরুল ইসলাম, আর্শেদুল, আবুল বাসার, হাবিবুর রহমান, নাজমুল মিয়া, নতুন বাজার এলাকায় রতন মিয়া, শামছু মিয়াসহ আরো ঘরবাড়ি ও মালামাল ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়াও ঝড়ে বৈদ্যুতিক লাইনের ৫টি খুঁটি ভেঙ্গে যায় ও বিভিন্ন স্থানে গাছ পড়ে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। এর ফলে গতকাল রাত ৮টা থেকে গৌরীপুর পৌর শহরে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

(এসআইএম/এএস/জুন ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test