E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভবনটি এখন চরম ঝুকিপূর্ন!

২০১৭ জুন ০৪ ১৫:২০:২০
পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভবনটি এখন চরম ঝুকিপূর্ন!

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ঝুকিপূর্ন ভবনে ছাত্রীদের জীবনের ঝুকী নিয়ে  ক্লাস চলছে। প্রায় ৪৬ বছরের পুরানো জড়াজীর্ন বিদ্যালয় ভবনটি দেখে মনে হয় রুগ্ন ভগ্নদশার একটি স্থাপনা এটি।

আচমকা ছাদের পলেস্তার খসে পরছে ছাত্রীদের মাথায়। দেয়ালে-দেয়ালে ফাটল। ছাদ আর দেয়াল থেকে পুরানো ইট-বালু খসে গিয়ে এখন রড উকি মেরে আছে!

উপকূলীয়াঞ্চল ঝড়-জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগ এখানের নিত্যসঙ্গী।এই দুর্যোগপ্রবন অঞ্চলের একটি উল্লেখযোগ্য বিদ্যাপীঠের এই যদি হয় দশা; তাহলে শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা কোথায়? এ প্রশ্ন ওই শিক্ষার্থীদের অভিবাকসহ সংশ্লিষ্ট সকলের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা জানান, ১৯৭২ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখান থেকে অনেক ছাত্রী সমাজের উচ্চ স্থানে আজ চাকুরি করছে। কেউ জনপ্রতিনিধি,কেউ বিচারক আবার কেউ আরও উচ্চ শিক্ষার জন্য অন্য বিদ্যাপীঠে অধ্যয়নরত আছে। বর্তমানে এখানে ৮ শত ছাত্রী লেখাপড়া করছে। এদের মধ্যে ৫০ জন হোটেলে থেকেই লেখাপড়া করছে। ৩ একর জমি এই প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি থাকা সত্বেও এখানে দুটি-ই মাত্র ভবন। তাও আবার জড়াজীর্ন ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নেছার উদ্দিন জানান, বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও আজ পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, একবার কিছু অর্থ বরাদ্ধ দিয়ে খানিকটা মেরামতের কাজ করানো হয়েছিল। সংসদ সদস্য মহোদ্বয়ের সাথে পরামর্শ করে অচিরেই পাথরঘাটা উপজেলায় যদি একটি ভবনের বরাদ্ধও আসে; সেটি এই বিদ্যালয়ে দেয়া হবে।

পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা আলম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসার মোঃ নিজাম জানান,আমরা জানি বিদ্যালয় ভবনটি ঝুকিপূর্ন। দেয়াল ও ছাদের অনেকাংশে ফাটলসহ নানা স্থানেই রড বেরিয়ে এখন মরিচা ধরেছে। উর্দ্ধতন কর্মকর্তার নজরে এনে যথাযথ ব্যবস্থা গ্রহনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, ওই বিদ্যালয়টি জড়াজীর্ন আমার জানা আছে। আগামী অর্থবছরে এই ভবনের নির্মানের জন্য যা যা করনীয় তা আমি করব।

(এটি/এসপি/জুন ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test