E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লামা ও আলীকদমে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৭ জুন ০৪ ২২:০৩:৪৮
লামা ও আলীকদমে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আল ফয়সাল বিকাশ, বান্দরবান : বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। রবিবার সকালে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে ৩ হাজার পরিবার এবং লামা উপজেলার ৭টি ইউনিয়নে ৫ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২০ কেজী করে ত্রাণের চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইরুজ্জামান, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর, লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইলসহ রাজনৈতিক দল ও ক্ষতিগ্রস্ত লোকজন উপস্থিত ছিলেন।

লামা ও আলীকদম উপজেলার ত্রাণ বিতরনী সভায় বীর বাহাদুর বলেন, ঘুর্ণিঝড় সম্পর্কে জনগনকে আগে থেকে সচেতন করার কারণে প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে ঘর্ণিঝড় প্রবল থাকার কারনে ফসলসহ গাছপালা ও ঘরবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড়ের সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন।

বিদেশে অবস্থা করেও তিনি সার্বক্ষনিক মনিটর করেছেন, খোজ খবর নিয়েছেন এবং ঘুর্ণিঝড় মোকাবেলায় যা যা করা দরকার তিনি দলীয় নেতাকর্মী ও মন্ত্রিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রী পরিষদসহ দলীয় র্শীর্ষ নেতাদের দুর্গত এলাকা সফরে পাঠিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরীর কাজ শেষ হয়েছে। বিষয়টি উচ্চমহলে জানানো হয়েছে। এখানে যাদের ঘর সম্পুর্ণ ভেঙ্গে গেছে তাদের বাড়ী তৈরী করে দেয়াসহ ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। মানুষ দুর্যোগের সাথে মোকাবেলা করতে শিখেছে। তাই যে কোন দুর্যোগ মোকাবেলার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে। সরকার দুর্যোগপুর্ণ এলাকায় পর্যাপ্ত ত্রাণ দিচ্ছে। গরীবের এই হক নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না। ত্রাণ বিতরনে সংশ্লিষ্টদের শর্তক করে দিয়ে তিনি সরকারের প্রদত্ত যে কোন সহযোগিতা ক্ষতিগ্রস্তদের কাছে পৌছে দেয়ার আহবান জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রলয়ংকারী ঘুর্ণিঝড় মোরার আঘাতে এই ২ উপজেলায় ব্যপক ক্ষতি হয়।

(এএফবি/এএস/জুন ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test