E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে টাকার অভাবে পড়াশুনা বন্ধের পথে মেধাবী আয়শার

২০১৭ জুন ০৬ ১৩:৩১:১৯
সিরাজগঞ্জে টাকার অভাবে পড়াশুনা বন্ধের পথে মেধাবী আয়শার

সিরাজগঞ্জ প্রতিনিধি : এসএসসিতে জিপিএ ৫ পাওয়া আয়শা সিদ্দিকার উচ্চ শিক্ষার আকাঙ্খা  দারিদ্রতার কারণে ফিকে হয়ে যাচ্ছে। টাকার অভাবে পড়াশুনা বন্ধ হবার উপক্রম হয়েছে।

৮ম শ্রেনীতে গোল্ডেন ৫ ও এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন শিশুকালেই ঝড়ে যাচ্ছে। সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার আক্তার হোসেন ও শিল্পী বেগমের কন্যা আয়শা সিদ্দিকা । তার বাবা কম বেতনের বাসের একজন সুপারভাইজার।

আয়শা সিদ্দিকার ইচ্ছা সে বড় কোন কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শেষে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হবে।। পড়াশুনায় সে বেশ মনোযোগী । কিন্তু অভাব অনটনের কারনে সে পড়াশুনা করতে পারছে না । এমন অবস্থায় সে সকলের সহযোগিতা চায় । আয়শা ২০১৭ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার হিলফুল ফুযুল মডার্ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে । তার সাথে সরাসরি যোগাযোগের ফোন নম্বর ০১৭৯৯১৭৫৮১৯।

(এমএস/এসপি/জুন ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test