E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজেটে ধোয়াবিহীন তামাকের কর বৃদ্ধি না করার প্রতিবাদে মানববন্ধন

২০১৭ জুন ০৭ ১৪:৫১:২৪
বাজেটে ধোয়াবিহীন তামাকের কর বৃদ্ধি না করার প্রতিবাদে মানববন্ধন

মাগুরা  প্রতিনিধি : মাগুরায় ২০১৭-১৮ বাজেটে ধোয়াবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করার  প্রতিবাদে গতকাল  বুধবার জেলা প্রশাসক  কার্যালয়ের  সামনে  মানববন্ধন  করেছে স্বেচ্ছাসেবী সংস্থা  আরডিসি  ও  তামাক বিরোধী  নারী জোট ( তাবিনাজ ) মাগুরা জেলা  শাখা ।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিক বানু , নারীনেত্রী রেহেনা খাতুন ও কামরুজ্জামান প্রমুখ ।

মানববন্ধনে বক্তরা ২০১৭-১৮ সালের বাজেটে ধোয়াবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করা ও প্যাকেটে/কৌটায় ওজন খুচরা মূল্যের নিদির্ষ্ট কর আরোপের দাবি জানান । তাছাড়া বাংলাদেশকে তামাকমুক্ত করার জন্য জর্দা, সাদাপাতা ইত্যাদি পণ্যের উপর উচ্চ হারে কর বৃদ্ধির দাবি জানানো হয় ।

মানববন্ধনে নারী সংগঠনের নারীনেত্রীবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষক ,ইমাম, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয় ।

(ডিসি/এসপি/জুন ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test