E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঐতিহ্যবাহী ‘তাঁতের শাড়ি’ টাঙ্গাইলের জেলা ব্র্যান্ডিং মনোনীত

২০১৭ জুন ০৮ ১৪:৫৪:৪৮
ঐতিহ্যবাহী ‘তাঁতের শাড়ি’ টাঙ্গাইলের জেলা ব্র্যান্ডিং মনোনীত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি জেলা ব্র্যান্ডিং হিসেবে মনোনীত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা ব্র্যান্ডিং কর্ম-পরিকল্পনা বিষয়ক কর্মশালায় সর্বসম্মতিক্রমে তাঁতের শাড়িকে টাঙ্গাইল জেলার ব্র্যান্ডিং হিসেবে মনোনীত করা হয়। জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুনুর রশীদ প্রমুখ।

‘আমার ঘর-আমার বাড়ি, গর্বের ধন টাঙ্গাইলের তাঁতের শাড়ি’ স্লোাগানকে জেলা ব্র্যান্ডিং স্লোগান হিসেবে নির্বাচিত করা হয় কর্মশালায়। এছাড়াও তাঁতের শাড়ি তৈরির কয়েকটি চিত্র দিয়ে ব্র্যান্ডিং লোগো করার সিদ্ধান্ত নেয় হয়। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(আরকেপি/এএস/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test