E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

২০১৭ জুন ১২ ১৩:২৩:২০
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় প্রদান করেন। রায়ে একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি শরবেশ আলী (৩৬) টাঙ্গাইলের বাগবাড়ি এলাকার কাসেম আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, দুই সন্তানের জনক ভ্যানচালক শরবেশ আলী তার স্ত্রী শাহিদা বেগমকে (৩০) নিয়ে কালিয়াকৈরের মৌচাক আমবাগানের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতো। স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। শরবেশ প্রায় সময় স্ত্রীর কাছে টাকা পয়সা চাইতো। টাকা না দিলে তাদের মধ্যে ঝগড়া হতো।

২০১৪ সালের ২ এপ্রিল রাতে স্বামী শরবেশ আলী তার স্ত্রীর কাছে ফের টাকা চায়। কিন্তু স্ত্রী তাকে টাকা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে শরবেশ আলী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বিছানায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের মামা ফরহাদ হোসেন বাদি হয়ে শরবেশ আলীকে প্রধান আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শরবেশ আলীকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম শরবেশ আলীকে অভিযুক্ত করে ওই বছরের ৭ জুলাই গাজীপুর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তমিজ উদ্দিন আকন।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test