E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় বিআরটিএ’র দালালকে জেলে দিল ভ্রাম্যমাণ আদালত

২০১৭ জুন ১২ ২২:২৪:৫৮
মাগুরায় বিআরটিএ’র দালালকে জেলে দিল ভ্রাম্যমাণ আদালত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ড্রাইভিং লাইসেন্স এর জন্য টাকা দাবি করায় বিআরটিএ’র (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) গুরুদাস সরকার নামে এক দালালকে সোমবার দুপুরে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত দালাল গুরুদাস সদরের শিবরামপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক কুমার দেবশর্মা জানান- বেলা ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে বিআরটিএ অফিসের দালাল গুরুদাস সরকার সদরের রামচন্দ্রপুর গ্রামের মো: বাদশা আলীর কাছে ড্রাইভিং লাইসেন্সের জন্য ৩শ টাকা দাবী করে। ওই টাকা দিতে অস্বীকার করায় সে তাকে লাইসেন্স দিতে টালবাহানা করে। এ ঘটনা জানাজানি হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষের ভিত্তিতে গুরুদাস সরকারকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় বিআরটিএ সহকারি পরিচালক এসএম মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/জুন ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test