E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জ সদর উপজেলার দপ্তরী কাম প্রহরীতে দ্বৈত ভোটার হয়ে আবেদনের অভিযোগ

২০১৭ জুন ১৪ ২১:২০:৩২
সিরাজগঞ্জ সদর উপজেলার দপ্তরী কাম প্রহরীতে দ্বৈত ভোটার হয়ে আবেদনের অভিযোগ

মারুফ সরকার, সিরাজগঞ্জ : আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলার দপ্তরী কাম প্রহরী নিয়োগ কমিটিতে বয়স কমিয়ে ভোটার আইডিকার্ড তৈরি করার অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ সিরাজগঞ্জ সদর উপজেলার ৭ নং মেছড়া ইউনিয়নের বেতুয়ি গ্রেিমর আব্দুল মোত্তালেব পিতা সোমার আলী সেখ মাতা মোছাঃ রেবেকা খতিুন পেশা কৃষক জন্ম তাং-২১-০৩-১৯৮৫ ঠিকানা বেতুয়ার স্থলে নাম মোঃ মোত্তালেব পিতা : মোঃ সুমার মাতাঃ মোছা: রেবেকা পেশাঃ বেকার  জন্ম তাং-০৩-০৫-১৯৯৪ দেয়া হয়েছে। দপ্তরী কাম প্রহরীতে এমন জালিয়াতির ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকার সচেতন মানুষ বলেন, এ সামান্য চাকুরীতে এমন জালিয়াতি ঘটনা তা মেনে নেয়া যায় না। ওই এলাকার মানুষেরা উপজেলা নিবার্হী অফিসার ও দপ্তরী কাম প্রহরী নিয়েগি কমিটিতে দ্বৈত ভোটার প্রসঙ্গে আবেদন করেছেন। সেই সাথে আব্দুল মোত্তালেবের আবেদন বাতিল করে তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন ওই এলাকার সচেতনমহল।

(এমএস/এএস/জুন ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test