E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে জেএমবি সদস্যের ৫ বছরের কারাদণ্ড

২০১৭ জুন ১৫ ২৩:২১:১৮
যশোরে জেএমবি সদস্যের ৫ বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি : রাষ্ট্রদ্রোহ মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য মোজাফফর হোসেন লিটনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোজাফ্ফর হোসেন লিটন যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের ইন্তাজ আলী শেখের ছেলে।

মোজাফ্ফর হোসেন লিটন ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায়ও সরাসরি জড়িত ছিলেন। তিনি যশোর কালেক্টরেট ভবনের দক্ষিণ গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে ১৬৪ ধারায় আদালতে দেয়া জবানবন্দীতে স্বীকার করেন।

স্পেশাল ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এসএম বদরুজ্জামান পলাশ জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার দিন সকালে লিটন কালেক্টরেট ভবনের দক্ষিণ গেটে বোমা বিস্ফোরণ ঘটায়। নিজের বিস্ফোরিত বোমায় তার বাম পা ও হাতে সামান্য ক্ষত হয়। আত্মগোপনে থেকে চিকিৎসা নেয়ার পর বাড়িতে ফিরলে ওই বছরের ১৯ ডিসেম্বর পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এ ঘটনায় কেশবপুর থানার তৎকালীন ওসি শামসুল হক বাদী হয়ে লিটনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।

২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে মোজাফ্ফর হোসেন লিটনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।

এর আগে ১৬৪ ধারায় আদালতে দেয়া জবানবন্দীতে লিটন জানিয়েছিলেন, খুলনার ফুলতলা জামিয়া মাদরাসায় অধ্যয়নকালে জেএমবির আঞ্চলিক নেতা মামুনুর রহমান ওরফে রুবেলের প্ররোচনায় তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সদস্য হন। ২০০৫ সালের আগস্টে মামুনের নির্দেশে তিনিসহ আরও কয়েকজন আনাস নামে জেএমবির আরেক নেতার যশোর বারান্দিপাড়ার ভাড়া বাসায় আসেন। ১৬ আগস্ট রাতে সেখানে থেকে প্রত্যেককে বোমা ও একটি করে ক্যাসিও ঘড়ি সরবরাহ করা হয়। পরদিন যশোরের ৯টি পয়েন্টে তারা সুইচ টিপে একযোগে বোমার বিস্ফোরণ ঘটায়।

(ওএস/এএস/জুন ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test