E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বেনাপোলে ৯ মণ ভারতীয় পটকা ও আতশবাজি জব্দ

২০১৭ জুন ১৫ ২৩:৩৯:৪৪
বেনাপোলে ৯ মণ ভারতীয় পটকা ও আতশবাজি জব্দ

যশোর প্রতিনিধি : বেনাপোল বন্দরে বেনাপোল-খুলনা রুটের লোকাল ট্রেন থেকে ভারতে তৈরি প্রায় ৯ মণ পটকা ও আতশবাজি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। অবৈধভাবে দেশের আনার অভিযোগে বৃহস্পতিবার এসব পটকা ও আতশবাজি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বেনাপোল বন্দরে বেনাপোল-খুলনা যাতায়াতকারী লোকাল ট্রেন থেকে শুল্ক গোয়েন্দারা ভারতের তৈরি প্রায় ৯ মণ পটকা ও আতশবাজি জব্দ করেছে। ট্রেনে শুল্ক গোয়েন্দাদের তল্লাশিকালে ১ নং বগির টয়লেটে লুকানো অবস্থায় এসব পটকা ও আতশবাজি পাওয়া যায়। এসব পটকা ও আতশবাজির মালিককে পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষের সহায়তায় মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, এসব পটকা ও আতশবাজি অবৈধভাবে দেশে আনা হয়েছে। এগুলোর গায়ে 'মেড ইন ইন্ডিয়া' লেখা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, পুটখালি সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনা হয়েছিল। জব্দকৃত পণ্য যশোর শুল্ক গুদামে জমা করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ওএস/এএস/জুন ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test