E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে ঝুলে আছে টাউন ঈদগাহের সম্প্রসারণ কাজ! 

২০১৭ জুন ২১ ২১:১৭:৪৮
মৌলভীবাজারে ঝুলে আছে টাউন ঈদগাহের সম্প্রসারণ কাজ! 

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত মৌলভীবাজার শহরের একমাত্র প্রধান ঈদগাহ মৌলভীবাজার টাউন ঈদগাহ’র সম্পাসরণ কাজ এ বছরই শেষ হবে? এমন প্রশ্ন এখন জনমনে। বর্তমানে ঈদগাহ সম্প্রসারনের কাজ অনেকটা ঝুলে আছে। যার কারনে শহরের এ প্রধান ঈদগাহে অনুষ্ঠিত আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান প্রধান জামাত অনুষ্ঠানে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন অনেকে। কারন দিন দিন মুসল্লি সংখ্যা বাড়ার কারনে ঈদের জামাতের জন্য মূল ঈদগাহ, বাহিরের ফটক ও কখনো কখনো পুরো  শাহমোস্তফা সড়ক জুড়েই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

প্রতি বছরই প্রবাসী অধ্যুসিত এই শহরের প্রধান ঈদগাহটিতে জামাতে নামাজ পড়তে আসা মানুষের সংখ্যা বাড়ছে,যার ফলে ঈদগাহের সীমানা নতুন করে সম্প্রসারণ করার প্রয়োজন পরে। এসব কারণেই সাবেক প্রয়াত সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী মন্ত্রী থাকাকালে ২০১৫ সালের দিকে ঈদগাহটিকে সম্প্রসারণ করা জন্য ভূমীর প্রয়োজন পড়লে তিনি নিজে উদ্যেগ নিয়ে প্রায় ৪০ শতক ভূমির উপর নতুন করে মাটিভরাট করে ঈদগাহের সম্প্রসারিত অংশের কাজ শুরু করেন। মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ ফজলুর রহমান ঈদগাহের সম্প্রসারণ কাজ নিয়ে এ প্রতিবেদককে জানান, ঈদগাহের উন্নয়ন কাজ এই বছরই শেষ হচ্ছেনা। সম্প্রসারিত অংশে ব্যক্তি মালিকানাধীন ভূমি ও স্থানীয় দরগাহ কর্তৃপক্ষের সাথে পৌরসভার ভূমী সংক্রান্ত কিছু সমস্য ছিল, এগুলো সমাধান হয়েছে, আশা করি সম্প্রসারণ কাজ শেষ হবে সময়মত । তিনি আরো বলেন, পৌরসভার নিজস্ব ফান্ড থেকে নয় এই সম্প্রসারণ কাজ শহরের বিত্তশালীদের দান করা অর্থে পরিচালিত হচ্ছে , বর্তমানে এই প্রকল্প বাস্তবায়নে অর্থ সংকটের বিষটি জানিয়ে মেয়র বলেন, টাকা পেয়ে যাবো,যারা টাকা দেওয়ার কথা তাঁরা সবাই সময়মত টাকা দিয়ে দেবেন। এদিকে গত দুই বছরেও ঈদগাহের সম্প্রসারণ কাজ সম্পূর্ণ না হওয়ায় নিজের অসন্তোসের কথা জানিয়ে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সাইফুর রহমান বাবুল এ প্রদিবেদককে জানান, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী নিজে সরাসরি উপস্থিত হয়ে ঈগাহের সম্প্রসারিত অংশের মাটিভরাট থেকে শুরু করে বিভিন্ন কাজ আরম্ভ করেন । এর মাস কয়েক পর মন্ত্রী মহোদয় মারা যাওয়ায় স্থবির হয়ে পরে ঈদগাহের সম্প্রসারিত অংশের উন্নয়ন কাজ । তিনি বলেন বর্তমান মেয়রের কাছে আমার প্রশ্ন ঈদগাহের সম্প্রসারিত অংশের সকল কাজ কখন সম্পন্ন হবে?

এদিকে সম্প্রসারণ কাজ দেখতে মঙ্গলবার বিকালের দিকে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন ও কয়েকজন কাউন্সিলারকে সাথে নিয়ে দেখতে আসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় আসন্ন ঈদুল ফিতরের আগেই ঈদগাহের সম্প্রসারিত অংশে ইট বসানোর কাজ করছে শ্রমিকরা,যাতে এ অংশে মুসল্লিরা নিরাপদে নামাজ আদায় করে বাড়ী ফিরতে পারেন।
আর কয়েকদিন পরই শুরু হচ্ছে মুসলামানদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই দুটি ধমীয় উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহার প্রধান প্রধান জামাত অনুষ্টিত হয় মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত শহরের একমাত্র সর্ববৃহৎ মৌলভীবাজার টাউন ঈদগাহ। মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মাহমুদুর রহমান চেয়ারম্যান থাকাকালিন নিজ উদ্যোগে বিত্তশালীদের কাছ থেকে চাঁদা তুলে শহরের একমাত্র এ ঈদগাহটি পূর্ণ নির্মাণ, আধুনিকায়ন ও উন্নয়ন কাজের সূচনা করলে বছরের মধ্যেই তা আলোর মুখ দেখতে শুরু করে। পূর্বদিকে বেড়ীর লেইক আর পশ্চিম দিকে মৌলভীবাজার টাউন ঈদহাহের অবস্থানের ফলে বেড়ে যায় শহরের সৌন্দর্য ।

(একে/এএস/জুন ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test