E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে যানজট নিরসনে ৮০০ পুলিশ মোতায়েন

২০১৭ জুন ২২ ২০:২৬:২১
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে যানজট নিরসনে ৮০০ পুলিশ মোতায়েন

টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপের কারণে ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহর বাইপাসের মহাসড়কের আশেকপুর নামক স্থানে এক ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ৬টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। একই সাথে দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত অপসারনের জন্যে তিনটি রেকার নিয়োজিত রয়েছে।

জেলা সড়ক বিভাগ জানায়, এ মহাসড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের অন্তত ২৪ জেলার যানবাহন চলাচল করছে। এদিকে ফোর লেন প্রকল্পের কাজও বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে।

তবে বুধবার গার্মেন্টস ছুটি হওয়ার কারণে বৃহস্পতিবার বিকালের পর থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা আরো বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।

(আরকেপি/এএস/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test