E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আটপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ

২০১৭ জুন ২৩ ০৮:৩৩:৩৬
আটপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ

সমরেন্দ্র বিশ্বশর্মা ও মাঈন উদ্দিন সরকার রয়েল : ঈদ মানে খুশি। ঈদ মানেই আনন্দ। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে- প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে, নেত্রকোনা-৩(আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায় অসহায়, দরিদ্র, দুঃস্থ ও দলীয় নেতাকর্মীসহ মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার আটপাড়া উপজেলার অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণকালে তাঁরা -দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।

অসীম কুমার উকিল বলেন, আমরা এসেছি শেখ হাসিনার উন্নয়নের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে। পাশাপাশি আপনাদের এলাকার সমস্যা ও প্রাণের কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরতে। আগামী সংসদ নির্বাচনে সংসদীয় দলের সভাপতি শেখ হাসিনা যার হাতেই নৌকা প্রতীক তুলে দিবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করে যাবো।

অধ্যাপক অপু উকিল বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের মানুষের কোন দুঃখ নেই । নেই কোন খাদ্য সংকট। এতো দূর্যোগের পরও একটি মানুষও না খেয়ে মরে নি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে নৌকার বিজয়ে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখবেন-শেখ হাসিনা আমাদেও মায়ের মত। এই মা হাসলেই বাংলাদেশ হাসবে,এই মা সামনে এগিয়ে চললে আগামীর বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াঁবে। এজন্য সকলকে নৌকার পালের নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুল ইসলামসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এসবি/এমএসআর/অ/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test