E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের বেচা-কেনা থেকে বঞ্চিত

মদন পৌরসভায় জলাবদ্ধতায় অর্ধশতাধিক দোকান বন্ধ

২০১৭ জুন ২৩ ১৭:১৭:২০
মদন পৌরসভায় জলাবদ্ধতায় অর্ধশতাধিক দোকান বন্ধ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের অভাবে সামান্য বৃষ্টিতেই মদন পৌরসভায় জলাবদ্ধতায় চরম আকার ধারণ করেছে। 

পৌর সদরে নতুন বাজারে কাঁচা বাজার,মাছ বাজার, মুরগীর দোকান ,শিশু মার্কেটসহ অর্ধশতাধিক দোকানপাট গত কয়েকদিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দোকান গুলো বন্ধ হয়ে পড়েছে। ফলে পবিত্র ঈদ উল-ফিতরের বেচা-কেনা থেকে দোকানিরা বঞ্চিত হয়ে বেকার সময় কাটাচ্ছে।

এতে এসব পরিবার গুলো ঈদ আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। বাজারের দোকানদার বিনদ দাস, বিপ্লব, জামাল মিয়া জানান, আমরা নিয়মিত পৌর কর পরিশোধ করলেও পৌর প্রশাসন পানি নিষ্কাশনের ব্যাবস্থা গ্রহণ না করায় এ দূরাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে আমাদের বৌ- বাচ্চা নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এবারের ঈদের আনন্দ থেকে আমাদের পরিবারগুলো বতিঞ্চ থাকবে।

এ ব্যাপারে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, পৌরবাসীর এ দুরাবস্থার দূরীকরণের লক্ষ্যেম ইতিপূর্বে প্রায় এক কোটি টাকার কাজের টেন্ডার ও কার্য্যাদেশ দেওয়া হয়েছে । কিন্তু ঠিকাদার সারোয়ার জাহানের বিলম্বের কারণে উল্লেখিত বাজারের জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। তাকে দ্রুত কাজ বাস্তবায়ন করার জন্যে তাগিদ দেয়া হচ্ছে।

(এএমএ/এসপি/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test