E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ভিজিএফ’র চাল বিতরন, ওজনে কম দেওয়ার অভিযোগ

২০১৭ জুন ২৩ ১৭:২১:৫৪
মদনে ভিজিএফ’র চাল বিতরন, ওজনে কম দেওয়ার অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টন ভিজিএফ চাল বিতরনে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগ অফিসারের অনুপস্থিতে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ৭ থেকে ৮ কেজি করে। আর তালিকা প্রণয়নে অনিয়ম হওয়ায় সুবিধাভোগীরা অধিকাংশই চাল কালো বাজারে ২০০/২৩০ টাকায় বিক্রি করে দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনৈক এলাকাবাসী জানান, গত বছরের তালিকায় এবারও ভিজিএফ চাল বিতরণ করায় অধিকাংশ তালিকাধারি লোক চাল কালো বাজারে বিক্রি করে দিচ্ছে। ফলে ওজনে কম দিলেও কেউ প্রতিবাদ করে না

বাঘমারা গ্রামের কালো বাজারের চাল ক্রেতা মেনু মিয়া জানান, আমরা চাল কিনে বেকারত্ব দূর করি । চলতি ভিজিএফ চাল বিতরণে ৭/৮ কেজি চাল আমরা ২০০/২৩০ টাকায় কিনছি।

এ ব্যাপারে তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখর উদ্দীন আহমেদ ভিজিএফ চাল বিতরনে ওজনে কম দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার ইউনিয়নে এক হাজার কার্ডের মধ্যে আওয়মীলীগের তিনশ সকল ইউপি সদস্যদের ছয়শ আমার একশ কার্ডের মধ্যে মুক্তিযোদ্ধার কোটা পূরণ করে তালিকা জমা দিয়েছি। এরই ভিত্তিতে বিতরণ পরিচালনা করা হচ্ছে। একজন সুবিধাভোগী চাল কালো বাজারে বিক্রি করে দিলে আমার কি করার আছে।

ট্যাগ অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিম মিয়া জানান, আমার স্ত্রীর অসুস্থার কারণে ইউএনও স্যারকে প্রতিনিধি থাকার কথা বলে বাড়িতে চলে আসি।

উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। দূর্নীতি প্রমানিত হলে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান শুক্রবার ২টা ৫৫ মিনিটে জানান, আমি তিয়শ্রী ইউনিয়ন পরিষদে যাচ্ছি এবং কালো বাজারীদের আটক করবো।


(এএমএ/এসপি/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test