E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোগান্তিতে কর্মস্থলমুখী যাত্রীরা

মদনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

২০১৭ জুলাই ০১ ১৫:৫১:৫১
মদনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে ঈদের ৫দিন পরও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা। ঈদের একদিন আগ থেকে পরিবহন শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় শুরু করে।

যাত্রীর চাপ বুঝে দেড়গুন থেকে দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। তবে ঈদকে ঘিরে পরিবহন শ্রমিকরা ভাড়া আদায়ের নৈরাজ্য চালালেও তা দেখার যেন কেউ নেই। গ্রামে ঈদের ছুটি কাটিয়ে শহরে বসবাসকারীরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে গলাকাটা ভাড়া আদায়ের কারনে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।

মদন - ঢাকা বিআরটিসিসহ অন্যান্য বাসে স্বাভাবিক ভাড়া জনপ্রতি ২৫০ টাকা, আদায় করছে ৫০০ টাকা,মদন-চট্রগ্রাম স্বাভাবিক ভাড়া জন প্রতি ৪৫০ টাকা, আদায় করছে ৮০০ টাকা,মদন-নেত্রকোনা স্বাভাবিক ভাড়া ৫০ টাকা আদায় করছে ৭০ টাকা। একই ভাবে অটো টেম্পু,সিএনজিও স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায় করছে। ঈদের একদিন আগ থেকে ঈদের ৫দিন পর শনিবার পর্যন্ত যাত্রীদের কাছ থেকে এ অতিরিক্ত ভাড়া আদায় করছে।

শনিবার উপজেলা সদরের পরিবহন কাউন্টার গুলোতে গিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এ সময় যাত্রীরা জানান,৪০০ টাকার টিকিট পেতে ৮০০ টাকা,২৫০ টাকার টিকিট ৫০০ টাকা,৫০ টাকার টিকিট ৭০ টাকায় কাটতে হয়েছে।

কাউন্টারের বুকিং মাষ্টাররা জানান,পরিবহন মালিকদের নির্দেশে আমরা এ ভাড়া আদায় করছি।

এ ব্যাপারে স্থানীয় শ্রমিক ইউনিয়ন সভাপতি ও মালিক সমিতির প্রতিনিধি মজিদুল হক ভূঁইয়া ও আনছার উদ্দিন অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, ফিরতি বাসে যাত্রী কম হওয়ায় এ অতিরিক্ত ভাড়া আদায় করতে হচ্ছে। তবে যাত্রীদের সুবিদার্থে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।


(এএমএ/এসপি/জুলাই ০১, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test