E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, টাকার ব্যাগ লুট

২০১৭ জুলাই ০২ ১০:০১:৫১
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, টাকার ব্যাগ লুট

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়ে ও কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে। হামলার পর তারা মণিরামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রতন পালের ব্যাগভর্তি টাকা লুট করে নিয়ে গেছে। শনিবার রাত ১১টার দিকে মণিরামপুরের দোলখোলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী পরিমল পাল (৪৫) দোলখোলা এলাকার মহাদেব চন্দ্র পালের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় আহত ওই ব্যবসায়ী ভুল চিকিৎসায় মারা গেছেন বলে স্বজনরা অভিযোগ করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, মণিরামপুরের কুলটিয়া মোড়ের মেসার্স পাল ব্রাদার্সের সত্ত্বাধিকারী তিন ভাই রতন পাল, কার্তিক পাল ও পরিমল পাল প্রতিদিনের মত শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসে করে ব্যাগভর্তি টাকা নিয়ে তারা বাড়ির সামনে দোলখোলা মোড়ে পৌঁছান।

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। টাকার ব্যাগ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা পরিমল পালকে কুপিয়ে জখম করে। এরপর দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে বোমা ফাটিয়ে চলে যায়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পরিমলকে আহত অবস্থায় প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। যশোরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় ওই মোড়ের নৈশপ্রহরী আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

হামলার খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সেখান থেকে কয়েকটি জালের কাঠি উদ্ধার করেছে। ঘটনাস্থল দুটি সিসি ক্যামেরার আওতায় থাকায় দুর্বৃত্তদের আটক করা সম্ভব হবে বলে উপস্থিত জনতাকে আশ্বস্তও করেন ওসি মোকাররম।

ওসি মোকাররম হোসনে জানান, দুর্বৃত্তরা হামলা চালিয়ে টাকার ব্যাগ লুট করে নিয়ে যায়। কিন্তু হামলায় আহত পরিমল পালের অবস্থা ততটা গুরুতর ছিল না। যশোর হাসপাতালে নেয়ার পারও তাদের সঙ্গে কথা হয়েছে। রক্ত দেয়ার পর তার মৃত্যু হয়েছে। স্বজনরা অভিযোগ করেছেন, ভুল চিকিৎসায় তার মৃত্যু হতে পারে।

হামলার ঘটনায় পুলিশ নৈশপ্রহরী আবুল হোসনে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হামলাকারীরা তার সঙ্গে গল্প করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

(ওএস/এএস/জুলাই ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test