E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প এলাকা পরিদর্শন করে ভূয়সী প্রশংসা

২০১৭ জুলাই ০৩ ১৮:২৬:৫৭
রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প এলাকা পরিদর্শন করে ভূয়সী প্রশংসা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প এলাকার ভৌত অবকাঠামো এবং কাজের মান দেখে ভূয়সী প্রশংসা করলেন আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক সম্মানিত ইউকিয়া আমানো। এসময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুত অতীব গুরুত্বপূর্ণ।

পরমাণু হতে বিদ্যুত উৎপাদনের জন্য অত্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সাথে এই প্রকল্প গ্রহণ করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমানের প্রশংসা করে বলেন, তাঁদের আন্তরিকতার কারণে আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থার বিধি বিধান মেনে প্রকল্পের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর আগে সকাল ১১টায় ঢাকা হতে হেলিকপ্টার যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমানের নেতৃত্বে আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক সম্মানিত ইউকিয়া আমানোসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আইএইএ-এর হেড ফর নিউক্লিয়ার ইনফ্রাকচার ডেভেলপমেন্ট মিলকো কোভাচেভ, বাংলদেশ এ্যাটোমিক এনার্জি রেগুলারেটি অথরিটির চেয়ারম্যান ড. নাঈম চৌধুরী, মেম্বার মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার হোসেন, ভিয়েনার বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. প্রকৌশলী মঞ্জুরুল হক, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের রাশিয়ান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেকজেন্ডার খাজিন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরসহ আইএইএ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রকল্পের উদ্ধতন কর্মকর্তা।

প্রকল্পের কনফারেন্স রূমে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ইউকিয়া আমানো বলেন, আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এর প্রধান কাজ হচ্ছে, আইএইএ-এর সদস্য রাষ্ট্র সমূহের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। এই সংস্থা সাধারণত পরমাণু শক্তির সেফটি ও সিকিউরিটি সঠিকভাবে নিশ্চিত হচ্ছে কিনা বিষয়টি অত্যন্ত গুরুত্বে সাথে দেখে থাকে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ‘স্বাধীন পরমাণু শক্তির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১২’ জাতীয় সংসদে পাস করেছে। তিনি বলেন, এই বিল পাস প্রধানমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর একটি ইতিবাচক পদক্ষেপ। বাংলাদেশ পরমাণু শক্তি সংক্রান্ত কনভেনশন মেনেই কাজ করছে বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে আইএইএ সহযোগিতা করছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেকনিক্যাল যেসব প্রজেক্ট বাংলাদেশ গ্রহণ করেছে এবং যেগুলো চলমান রয়েছে সব ক্ষেত্রেই আইএইএ সহযোগীতা করছে। তাছাড়া বাংলাদেশ প্রথম পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণকারী দেশ হিসেবে যে ধরণের কারিগরি সহযোগিতা প্রয়োজন তা সবই করা হবে। ঘন জনবসতিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা বিষয়ক প্রশ্নের জবাবে রাশিয়ার এই প্রযুক্তি সর্বোচ্চ নিরাপত্তা অর্থাৎ থার্ড প্লাস জেনারেশনের সর্বোত্তম উন্নত প্রযুক্তি বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এবিএম শফিউল হক দুপুর ১২ টায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। সেনাপ্রধান পরিদর্শন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক এবং প্রকল্পের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। সেনাপ্রধানের সাথে মত বিনিময়কালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী এই প্রকল্পের নিরাপত্তা বিষয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে। তবে, সেনাপ্রধান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর দ্বারা সমন্বিতভাবে কাজ পরিচালনার করার উদ্যোগ গ্রহণ করছেন বলে মন্ত্রী জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সকল কাজ সম্পন্ন হচ্ছে জানিয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, রিএ্যাক্টর বসানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ শুরু হবে।

(এসকেকে/এএস/জুলাই ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test