E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচন সম্পন্ন

২০১৭ জুলাই ০৬ ১২:২১:৩৩
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচন সম্পন্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিউটের বিজ্ঞানী সমিতির ১৪২৪-১৪২৫ বঙ্গাব্দের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় ঈশ্বরদীতে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে সমিতির সভাপতি পদে ড. সমজিৎ কুমার পাল (৫০) ভোট এবং মহাসচিব পদে ড. নূরুল কাশেম (৪৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. কুয়াশা মাহমুদ পেয়েছেন (২৪) ভোট এবং মহাসচিব পদে হাসিবুর রহমান রঞ্জু পেয়েছেন (২৪ ) ভোট।

গত মঙ্গলবার বিকেল ৫টা হতে সন্ধ্যা ৭ পর্যন্ত ঈশ্বরদীস্থ প্রধান কার্যালয়ে এবং গাজীপুর ও ঠাকুরগাঁও উপকেন্দ্রে ভোট গ্রহন করা হয়। সমিতির সদস্য ৭৫ ভোটারের মধ্যে শতভাগ ভোটার ভোট প্রদান করেন।

এছাড়া সহ-সভাপতি পদে ড. আতাউর রহমান, সহকারী মহাসচিব পদে ড. আনিছুর রহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে আবু তাহের সোহেল, সেমিনার ও প্রকাশনা সম্পাদক পদে ড. তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ পদে শামসুল আরেফিন এবং ৪টি সদস্য পদে সাইয়ুম হোসেন, ড. কোহিনুর বেগম, মুনির হোসেন ও শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

(এসকেকে/এসপি/জুলাই ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test