E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় দুধের কন্টিনারে করে ফেনসিডিল বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০১৭ জুলাই ০৭ ২১:৫৯:২৬
মান্দায় দুধের কন্টিনারে করে ফেনসিডিল বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ৬৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফেনসিডিলগুলো একটি দুধের কন্টিনারে করে বহন করা হচ্ছিল। 

বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে দেলুয়াবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুটাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউর রহমান (২৫) ও রাজশাহীর বাগমারা উপজেলার বাড়িগ্রাম এলাকার জাভেদ আলীর ছেলে হাবিবুর বাশার (৩৫)।

থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপান সংবাদের ভিত্তিতে থানার এসআই সনাতন সরকার ও আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেলুয়াবাড়ি বাজারে অবস্থান নেন। এ সময় অটোরিক্সায় দুধ বহনকারী একটি কন্টিনারে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা। পরে ওই কন্টিনারে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার তাদের নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এএস/জুলাই ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test