E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে উপ-নির্বাচন

গোয়েন্দা ও ভূমি কর্মকর্তা প্রত্যাহার

২০১৪ জুন ২৫ ০৭:৫৩:৫২
গোয়েন্দা ও ভূমি কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে দুইজন সরকারি কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।

দুইজন হলেন- পুলিশের অপরাধ বিভাগ তথা সিআইডির পরিদর্শক মহিউদ্দিন অটল ও সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কামাল হোসন।

উপনির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ জানান, নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের দেওয়া লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দুইজনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ওই অভিযোগে উল্লেখ করা হয়, সিআইডিতে কর্মরত পরিদর্শক মহিউদ্দিন ওরফে অটল তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বন্দরে লক্ষ্মণখোলায় তার বাড়িতে গত কয়েকদিন ধরে অবস্থান করছেন। অটলের বাড়ি ২৫নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে অটলকে সবসময় অবস্থান করে নির্বাচনী কার্যক্রম পরচালনা করতে দেখা গেছে।


(ওএস/এইচআর/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test