E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ

২০১৭ জুলাই ১২ ১৫:২২:৫৬
পাথরঘাটায় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ

পাথরঘাটা প্রতিনিধি : আজ বুধবার বেলা ১১টায় বরগুনার পাথরঘাটায় শিক্ষক সমিতির ডাকে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০% অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাষ্টের জন্য কর্তনের সিন্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হল।

বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পাথরঘাটা রাসেল স্কয়ারের ওই সমাবেশে বক্তব্য রাখেন,পাথরঘাটা হাজী জালালউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আঃ বারী আজাদ,পাইলট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা তরিকুল ইসলাম রেজা, কাঠালতলী পরিষদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র রায়, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মাওলা মিলন,কাঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য পেশ করেন।

সভায় বক্তারা বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন, অযোগ্য শিক্ষামন্ত্রী দালাল দ্বারা নিয়ন্ত্রিত। অবিলম্বে শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নেয়া না হলে শিঘ্রই তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও ওই সভা থেকে হুশিয়ারি উচ্চারন করেন।

(এটি/এসপি/জুলাই ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test