E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজের অপকর্ম ঢাকতে সাংবাদিক ও পুলিশের বিরুদ্ধে মামলা

২০১৭ জুলাই ১৫ ১৯:৪১:০৯
নিজের অপকর্ম ঢাকতে সাংবাদিক ও পুলিশের বিরুদ্ধে মামলা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : নিজের সকল অপকর্ম ঢাকতে এবার পুলিশ সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন নানা অপকর্মের হোতা, প্রতারক ও মামলাবাজ মৌলভীবাজারের আলোচিত ফার্নিচার ব্যবসায়ী সাইফুল ইসলাম সজিব নামের এক ব্যক্তি। নিজের নানা অপকর্ম ঢাকতে এমন নতুন ফন্দি তার।

জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সাবেক এএসপি (বর্তমানে ডিএমপিতে কর্মরত) আলমগীর হোসেনসহ আটজনের বিরুদ্ধে আদালতে হেফাজতে নির্যাতন, ছিনতাই ও হয়রানির অভিযোগে মামলা করেন সজিব। গত ৫ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে সজিব পিটিশন মামলা দায়ের করলে আদালত ওই দিন পুলিশ সুপারকে মামলা দায়েরের নির্দেশ দেন। আদালত থেকে কাগজাত পৌছালে ৯ জুলাই মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা হয়।

মামলার অপর আসামিরা হলেন মৌলভীবাজার মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ মো. আবদুছ ছালেক, এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মঞ্জুরুল হাসান মাসুদ, এসআই মো. আবদুল হাশিম এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি এসএম উমেদ আলী, সাংবাদিক আজিজুল হক বাবুল ও আবদুল মালেক মনি।

মামলায় তাঁকে মেরে ফেলার হুমকি ও ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে মামলা সংক্রান্ত তথ্য’র সংবাদ সংগ্রহের জন্য যোগাযোগ করতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে একাধিক সংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, ৫৭ ধারায় মামলা ও প্রাণনাশের হুমকি দেন সজিব। তার এমন অশালীন আচরণ ও প্রাণ নাশের হুমকির প্রেক্ষিতে সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ ও দৈনিক বাংলা৭১ এর জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জীবনের নিরাপত্তা চেয়ে মৌলভীবাজার মডেল থানায় তাঁর বিরুদ্ধে ১৩ জুলাই পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন (জিডি) করেন। এই ঘটনা জানাজানি হলে মৌলভীবাজার জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্র ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ হন। জেলার চিহ্নিত নানা অপকর্মের হোতার এমন আস্ফালনে ক্ষোভ ও নিন্দা জানান নানা শ্রেণী ও পেশার মানুষও। এঘটনার প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খুব শিগগিরই জেলা ও উপজেলার সকল সাংবাদিকরা নানা আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছেন বলে সাংবাদিক নেতৃবৃন্দরা জানিয়েছেন।

এদিকে নানা অপকর্মের হোতা সজিবের প্রতারনা এখনো থেমে নেই। সম্প্রতি সে আরশদ নামে এক ব্যক্তিকে সাথে নিয়ে ব্যক্তিগত কাজে মৌলভীবাজারে আসে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মৌলভীবাজার সার্কিট হাউজের দুটি রুম ২০৬ ও ২০৮ নং ভাড়া নেয়। সে গত ২দিন ঐ ভূয়া পরিচয়ে সার্কিট হাউসে অবস্থান করছিলো। এ বিষয়ে সার্কিট হাউজের দায়িত্বরত অফিসার (এনডিসি) জেপি দেওয়ান বলেন, সাইফুল ইসলাম সজীব সার্কিট হাউসে অবস্থান নেওয়ার পর থেকেই সজীবের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে। পরে আমরা যখন জানতে পেরেছি যে-ঐ ব্যক্তি (সজীব) সরকারি কর্মকর্তা ও ভিআইপি ক্যাটাগরির কেউ নয় তখন তাঁকে আমরা ১৫ জুলাই শনিবার সকালে সার্কিট হাউজ থেকে বের করে দিয়েছি।

(একে/এএস/জুলাই ১৫, ২০১৭)


পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test