E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার এজাহার আলী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

২০১৪ জুন ২৫ ১৭:৩৮:৩৩
সাতক্ষীরার এজাহার আলী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার চাঞ্চল্যকর আওয়ামী লীগ কর্মী এজাহার আলী হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বুধবার সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মো. ইয়াছিন আলী আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ছয়জন ছাড়া আরো সাতজনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর দিবাগত রাত দু’টোর দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের আওয়ামী লীগ কর্মী এজাহার আলীকে আমতলা- বাসাবাটি খেয়াঘাটে দোকানে ঘুমন্ত অবস্থায় আক্রমন করে জামায়াত বিএনপি’র নেতা কর্মীরা। এ সময় তারা দোকানের চারিদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। জীবন বাঁচাতে এজাহার আলী দোকান থেকে বেরিয়ে এলে তাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরদিন সকাল সাতটায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এজাহার আলীর মৃত্যু হয়। মৃত্যুকালিন জবানবন্দি অনুযায়ি তার ছেলে ইসরাইল হোসেন বাদি হয়ে ৮ ডিসেম্বর রাতে আমতলা গ্রামের আজিত মোড়লের ছেলে সাতক্ষীরা শহরের নারকেলতলা ট্রাঙ্ক লরী শ্রমিক ইউনিয়নের সদস্য বিএনপি কর্মী আবুল খায়ের মোড়ল(৬০), তার ভাই পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত (সাজার মেয়াদ শেষে) বিডিআর সদস্য আবুল কাশেম মোড়ল (৪৮), একই গ্রামের মাষ্টার হায়দার আলীর ছেলে জামায়াত কর্মী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান পিকলু (৪৮), আনছার আলী ওরফে আম্পে মোড়লের ছেলে বল্লী ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ডের সভাপতি ইয়ারুল ইসলাম (৪০), তার ছেলে উজ্জ্বল মোড়ল (২২) ও মৃত আজিজার রহমান মোড়লের ছেলে মুনসুর আলী মোড়লের (৫০) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামীরা আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নেওয়া হয়।
মামলার বিবরণে আরো জানা যায়, প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ি পুলিশ আবুল খায়েরের ছেলে জামায়াত কর্মী কামরুল ইসলামকে (২২) ঢাকাগামী একটি পরিবহন থেকে গ্রেফতার করে। তাকে ছাড়াও এ মামলার অভিযোগপত্রে আমতলা গ্রামের আজিত মোড়লের ছেলে আবুল কালাম (৫০), একই গ্রামের আব্দুর রউফ মোড়লের ছেলে শফিকুল ইসলাম (৫০), তার ভাই অনারুল ইসলাম (৪০), অহেদ মোড়লের ছেলে মাজেদ মোড়ল (৬০), সামছুর রহমানের ছেলে শহীদুল্লাহ মোড়ল (৫২) ও হাফিজুল্লাহ মোড়লকে (৪২) সম্পৃক্ত করা হয়েছে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক একরামুল হক মোল্লা এজাহার আলী হত্যা মামলার (জিআর-৯৯৩) অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এএস/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test