E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে আন্দোলনে উত্তাল মৌলভীবাজার

২০১৭ জুলাই ১৯ ২১:০১:৫১
সাংবাদিকদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে আন্দোলনে উত্তাল মৌলভীবাজার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের আলোচিত-সমালোচিত ফার্নিচার ব্যবসায়ী সাইফুল ইসলাম  সজীব নিজের কুকর্ম ঢাকতে পাঁচ পুলিশ ও তিন সাংবাদিকের উপর হয়রানী মূলক মিথ্যা মামলার প্রেক্ষিতে এবার ফুঁসে উঠছে জেলার বিভিন্ন মহল। চলছে ধারাবাহিক অন্দোলনসহ নানা কর্মসূচী।

মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর বিরুদ্ধে আদালতে দায়ের করা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরের দিকে শহরের প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে মৌলভীবাজার টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।

মানববন্ধনে ও সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, যুগ্ম সম্পাদক সালেহ এলাহী কুটি।

সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, পৌর কাউন্সিলর আলহাজ আয়াছ আহমদসহ অন্যান্যরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি জানান।

(একে/এএস/জুলাই ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test