E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এতিমের হক আত্মসাৎ করে লন্ডনে পাড়ি জমিয়েছে খালেদা : চুমকি

২০১৭ জুলাই ২২ ১৫:০৯:২৩
এতিমের হক আত্মসাৎ করে লন্ডনে পাড়ি জমিয়েছে খালেদা : চুমকি

গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেট হামলার মূলহোতা তারেক রহমান নিজে বাঁচার জন্য আগে থেকেই লন্ডনে অবস্থান করছে। এবার এতিমের হক আত্মসাৎ করে বেগম জিয়াও লন্ডনে পাড়ি জমিয়েছেন।

শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদফতর কর্তৃক আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ওইসব ঘটনায় মা-ছেলে দু’জনের বিরুদ্ধেই মামলা হয়েছে। আর ওই মামলা থেকে রেহাই পাবেনা বলেই তারা দেশ থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন। দেশের মানুষ বিএনপিকে পছন্দ করে না। আর এজন্য তাদের দলের এ ভয়াবহ অবস্থা।

প্রতিমন্ত্রী আরো বলেন, তারা লন্ডনে বসে যখন দেশের বিরুদ্ধে নতুন নিল নকশা তৈরি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন নারী-পুরুষ সমতায় দিনরাত কাজ করে যাচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শাহ আলম, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমর চন্দ্র ঘোষ, সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী, উপজেলা মৎস্য অধিদফতর কর্তৃক আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের র্যালিতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত মাছের মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test