E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়নগঞ্জ-৫ আসনে উপনির্বাচন

পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ

২০১৪ জুন ২৬ ১১:৫১:০৩
পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জবন্দরের সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনারস প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে, এমন অভিযোগ করেছেন সমর্থকরা। কিন্তু সকাল থেকে ওই কেন্দ্রে আনারস প্রতীকের কোনো পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়নি বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

আনারস প্রতীকের সমর্থক কাইয়ুম জানান, কেন্দ্র থেকে আনারস প্রতীকের পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ শুনেছি। পরে জানতে পারলাম তাদের নাকি কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। কিন্তু বিষয়টি আমরা প্রিজাইডিং অফিসারকে জানাইনি। পরে এসএম আকরাম এসে পোলিং এজেন্ট নিয়োগ দিয়ে গেছেন।

এসএম আকরাম জানান, পোলিং এজেন্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল। প্রিজাইডিং অফিসারের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে।

সোনাকান্দা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আইয়ুব আলী ভুইয়া জানান, কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগটি মিথ্যা। কারণ সকালে আনারস প্রতীকের কোনো পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়নি। পরে সকাল সাড়ে ১০টায় এসএম আকরাম এসে ৪জন পোলিং এজেন্টের নাম আবেদন করে এজেন্ট নিয়োগ দিয়ে যান।


(ওএস/এইচআর/জুন ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test