E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ ‘রানভীর’

২০১৭ জুলাই ২৫ ১২:১৬:৩৬
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ ‘রানভীর’

নিউজ ডেস্ক : চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর (INS RANVIR)।

গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে জাহাজটি। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান ভারতীয় জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

পরে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানায়। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ অভ্যর্থনা জানায়।

সফরকালে ভারতীয় জাহাজ রানভীরের অধিনায়ক ক্যাপ্টেন রাজিব অশোক, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়্যারম্যান চট্টগ্রাম বন্দর, কমান্ডার বিএন ফ্লিট, কমান্ডার সাবমেরিন, কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড (সিএসডি) এবং কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘ধলেশ্বরী’, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

ভারতীয় জাহাজ রানভীরের এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২৭ জুলাই ভারতের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

(ওএস/এসপি/জুলাই ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test