E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভারতের অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না’

২০১৭ জুলাই ২৭ ১৮:১৬:১৪
‘ভারতের অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না’


নওগাঁ প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম পিএসসি সীমান্তের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, ‘ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে ওই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হয়ে কেউ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না।

সীমান্ত দিয়ে বৈধভাবে গরু বা অন্য কোনো ভারতীয় পণ্য নিয়ে আসতে বিজিবি কোনো বাধা দেবে না। তবে অবৈধভাবে কোনো বাংলাদেশীকে সীমান্ত রেখা পার হতে দেয়া হবে না।’ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া বিওপিতে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনুষ্ঠিত সচেতনামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিজিবি ১৪ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির রংপুর রিজিয়নের উপ-কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান লে. কর্নেল তৌফিক আহমেদ, বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান, সাপাহার উপজেলা পরিষদের চেয়াররম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক একেএম সাইফুল ইসলাম বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আমদানিতে প্রয়োজনে বিজিবি সহযোগিতা করবে। তবে গরু ব্যবসা করতে গিয়ে মাদক অথবা অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।’ সীমান্তে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা চান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রিজিয়ন কমান্ডার বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আনতে সাপাহার সীমান্ত এলাকায় ঈদু-উল- আজহার আগেই খাটাল (করিডর) করে দেয়া হবে। তবে এই খাটাল যাতে সুশৃঙ্খলভাবে চলে এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।’

উল্লেখ্য, গত এক সপ্তাহে সাপাহার ও পোরশা উপজেলার দুটি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে ৯ জন বাংলাদেশী বিএসএফের হাতে আটক হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষদের সচেতন করতেই এই মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি।

(বিএম/এএস/জুলাই ২৭, ২০১৭)



পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test