E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে শিয়ালের কামড়ে আহত ৬

২০১৭ জুলাই ২৭ ১৮:৩৫:০৬
নাগরপুরে শিয়ালের কামড়ে আহত ৬

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে শিয়ালের কামড়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীসহ ৬ জন আহত হয়েছে। উপজেলার মোকনা ইউনিয়নের লাড়ুগ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলো একই গ্রামের নরেন মন্ডল(৬৫), রবিউল ইসলাম(৫০), আব্দুল খালেক(৪০), সালমা আক্তার(৩৫), লাড়ুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী অনিমা মন্ডল(৬), আলম মিয়া(৩০)।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা যায়, একটি পাগলা শিয়াল আকস্মিক ভাবে এলাকার বিভিন্ন মানুষকে কামড়াতে থাকে। শিয়ালের এভাবে কামড়ানোত এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।পরে শিয়ালের হাত থেকে বাচঁতে মসজিদের মাইক দিয়ে এলাকার মানুষকে সাবধান করে দেওয়া হয়।

ভুক্তভোগী সালমা বেগম জানান, আমার স্বামী আব্দুল খালেক রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে হঠাৎ করে একটি শিয়াল তাকে আক্রমন করে। এসময় আমার স্বামীকে বাচাঁতে এগিয়ে গেলে আমাকেও শিয়াল কামড়ায়। নরেন মন্ডল জানান আমি ঘরের দরজা খোলা রেখে রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ করে একটি শিয়াল আমার বুকে হামলে পড়ে। এসময় আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার হাত কামড়ে চলে যায়। পাগলা শিয়ালের ভয়ে এখনও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার রোকুনুজ্জামান জানান, পাগলা শিয়ালে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। সময়মত ভ্যাকসিন নিলে আরোগ্য সম্ভব। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের সরবরাহ না থাকায় তিনি ভুক্তভোগীদের জেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মহাখালী থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দেন।

(আরএসআর/এএস/জুলাই ২৭, ২০১৭)



পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test