E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের বাধা ও ধস্তাধস্তি

২০১৭ জুলাই ২৭ ২০:২৫:১৭
কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের বাধা ও ধস্তাধস্তি

হুমায়ূন কবির জীবন, কুমিল্লা : কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের বাধা দেয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় যুবদল নেতাকর্মীদের। এসময় নগরীতে মিছিল করার জন্য ক্ষুব্ধ হয়ে পড়েন যুবদল নেতাকর্মীরা। পুলিশের বাধায় যুবদল নেতাকর্মীরা ফিরে গেলেন দলীয় কার্যালয়ে। বিকেলে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে টাঙ্গাইলে দায়েরকৃত মিথ্যামামলাসহ সকল মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে।

অপরদিকে একই সময় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি রামঘাট আওয়ামীলীগ কার্যালয় থেকে নগরীর কান্দিরপাড় লিবার্টি চত্বরে গেলে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের মিছিলটি দেখে পুলিশ সতর্ক হয়ে বিএনপি অফিসের সামনে অপেক্ষমান যুবদল নেতাকর্মীদের ব্যারিকেড দিয়ে রাখে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের মিছিলটি লিবার্টি চত্বর ঘুরে আবার রামঘাট দলীয় কার্যালয়ে ঘিয়ে শেষ হয়। লিবার্টি চত্বর থেকে মিছিলটি চলে যাওয়ার পর যুবদলের মিছিলটি নগরীর প্রধান সড়কে বের হতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়।

এসময় যুবদল নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি হয়। পরে মিছিল করতে না পেরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এদিকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল ইসলাম রিন্টুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

অপরদিকে জেলা ও মহানগর যুবদলের মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল হক, মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল আলম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

(এইচকেজে/এএস/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test