E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে স্কুল ও মাদ্রাসার গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২০১৭ জুলাই ২৭ ২০:৩০:৪৭
পলাশবাড়ীতে স্কুল ও মাদ্রাসার গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলায় ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা চারদিনব্যাপী গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার স্থানীয় এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।

উদ্বোধনকালে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার হুমায়ন কবির ও আমলাগাছী বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বাবলু।

এসময় উপজেলক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ফুটবল খেলায় মেরীরহাট ফাজিল মাদ্রাসা বনাম জামালপুর উচ্চ বিদ্যালয় অংশ নেয়। এ প্রতিযোগিতায় মোট ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ খেলা চলবে বলে আয়োজকরা জানান।

(এইচআইবি/এএস/জুলাই ২৭, ২০১৭)



পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test