E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় সাংবাদিকদের একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা

২০১৭ জুলাই ২৭ ২০:৩৪:২০
গাইবান্ধায় সাংবাদিকদের একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় গাইবান্ধা জেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মো. আমির আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হানিফ, ডাঃ সিহাব মো. রেজানুর রহমান, জেলা হেলথ্ এডুকেশন অফিসার মো. আব্দুল হান্নান প্রমুখ।

কর্মশালায় সাংবাদিকদের জানানো হয়, আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় মোট ২ হাজার ১২১টি কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে মোট ৩ লাখ ৩৮ হাজার ৪৪০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

(এইচআইবি/এএস/জুলাই ২৭, ২০১৭)



পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test