E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় সালিশের নামে ডেকে এক ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ

২০১৭ জুলাই ২৮ ১৬:৩০:০৪
পত্নীতলায় সালিশের নামে ডেকে এক ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের স্বর্ণব্যবসায়ী মানিক চন্দ্র ঘোষকে সালিশের নামে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে তাকে বেধড়ক মারপিট করেছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ ও যুগ্ম সম্পাদক শিবনাথ চৌধুরী। শুধু তাই নয়, তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার মানিক ঘোষ বিষয়টির ন্যায় বিচারের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় পদস্থ নেতাদের কাছে লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদনে বলা হয়, উপজেলার নজিপুর ঘোষপাড়ায় গত ২ জুলাই মানিকের পুত্র সাগর কুমার ঘোষ (১৪) কে খেলাধুলা করার একপর্যায় নির্মল কুমার ঘোষের নির্দেশে তার বাড়ির কাজের লোক ধারালো বাটাল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তাকে সাতদিন ধরে হাসপাতালে রেখে চিকিৎসার পর বাড়িতে নেয়া হয়।

এরপর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শিবনাথ চৌধুরী বিষয়টি মিমাংসা করে দেয়ার কথা বলে তাকে ডেকে পাঠায়। তার কথামত গত ৮ জুলাই রাত ৮টার দিকে মানিক পার্শ্ববর্তী রনজিৎ দত্তকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করা মাত্র নির্মল ঘোষ ও শিবনাথ চৌধুরী তার ওপর চড়াও হয়। তাকে রনজিৎ দত্তের সামনেই কিল, ঘুষি, লাথি মেরে আহত করে।

বর্তমানে তাকে হত্যার উদ্দেশ্যে মাঝে মধ্যেই পথরোধ করা হচ্ছে। এব্যাপারে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ বিষয়টি স্থানীয় বা দলীয়ভাবে মিটিয়ে নেয়ার পরামর্শ দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে শুক্রবার বিকেলে নির্মল কুমার ঘোষের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, মানিক ঘোষ তার সঙ্গীদের নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার বাড়িতে প্রবেশ করে কর্মরত কাঠমিস্ত্রিদের মারপিট করে মাথা ফাটিয়ে দেয়।

এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা না নেয়ায় আমি তাকে লাথি ও চড়-থাপ্পর মেরে ক্ষমা করে দিয়েছি। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।

(বিএম/এসপি/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test