E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধুকে বালিশ চাপা দিয়ে খুন, স্বামী গ্রেফতার

২০১৭ জুলাই ২৮ ১৬:৩৫:২৮
নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধুকে বালিশ চাপা দিয়ে খুন, স্বামী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় নওগাঁ শহরের কোমাইগাড়ি (ডিগ্রীর মোড়) মহল্লায় শারমিন আখতার বিথি (২২) নামে এক গৃহবধুকে মুখমন্ডলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী ফরহাদ হোসেন।

নিহত গৃহবধু বিথি শহরের উকিলপাড়া মহল্লার সাদেক আলী মন্ডলের মেয়ে। তার সাড়ে চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম হাফজা। পুলিশ এব্যাপারে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে।

বিথির পিতা সাদেক আলী মন্ডল জানান, প্রায় ৬ বছর আগে ফরহাদ তার মেয়ে বিথিকে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই সে যৌতুকের দাবীতে বিথির ওপর শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বিয়ের পর থেকেই টাকা, চালসহ সব রকম সহায়তা করে আসছিলেন তিনি।

সম্প্ররতি ফরহাদ তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যেতে বললে বিথি তাতে অস্বীকৃতি জানায়। এনিয়ে বৃহস্পতিবার দিনভর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বিকেলে তাকে বেদম মারপিটও করে। বিকেল ৫টায় মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে সেখানে ছুটে যাই। মেয়ের মৃত্যু নিশ্চিত হয়ে থানায় খবর দেই। সন্ধ্যার পরই পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম জানান, নিহত বিথির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বাদির অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মৃতার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।


(বিএম/এসপি/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test