E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচীতে হামলা, আটক ২

২০১৭ জুলাই ২৯ ১৭:৫৫:৫৪
মৌলভীবাজারে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচীতে হামলা, আটক ২

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ২ কলেজ ছাত্রকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার গোমরা এলাকার আশিক মিয়ার ছেলে, মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুমেল আহমেদ (২০) ও তার ভাই রুমান আহমেদ (১৮)।

শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোমরা এলাকায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার ইকো পার্কের বিট কর্মকর্তা মোঃ মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বনভিাগের ভুমি দখলকারী আশিক মিয়া ও তার পরিবারের মোট ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, সরকারের সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় বন বিভাগের উদ্যেগে শনিবার দুপুরের দিকে ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোমরা এলাকার স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সভায় স্থানীয় আশিক মিয়া দীর্ঘদিন যাবত জবর দখল করে বন বিভাগের ভুমি ব্যবহার করায় তার সাথে বন বিভাগের মামলা চলে আসছে দীর্ঘদিন যাবত। এ প্রেক্ষাপটে সভা চলাকালিন সময়ে সভার ছবি তুলতে থাকে আশিক মিয়ার ছেলেরা। পরে বনবিভাগের লোকজন এর প্রতিবাদ করলে তারা বনবিভাগের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। ছবি তুলতে বাঁধা দিলে বেধে যায় দু-পক্ষের সংঘর্ষ। এতে বনবিভাগের কর্মকর্তা সহ ৫ জন আহত হয়।

(একে/এএস/জুলাই ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test