E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা সরকারি কলেজ মাঠে মাছের পোনা  অবমুক্ত

২০১৭ আগস্ট ০১ ১৯:২৪:৩৮
গাইবান্ধা সরকারি কলেজ মাঠে মাছের পোনা  অবমুক্ত

হেদায়েতুল ইসলাম বাবু,  গাইবান্ধা : জলাবদ্ধতা নিরসনের দাবিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে মাছের পোনা অবমুক্ত করে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে জাসদ ছাত্রলীগ গাইবান্ধা সরকারি কলেজ শাখা এ কর্মসূচির আয়োজন করে। কলেজের অর্থনীতি বিভাগের সামনে জাসদ ছাত্রলীগ জেলা সভাপতি রাকিব হাসান সীমান্ত’র নেতৃত্বে শিক্ষার্থীরা জড়ো হয়। এরপর একমাত্র খেলার মাঠে জমে থাকা পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসের দাবীতে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

কলেজের শিক্ষার্থী মাহাবুবার রহমান মিলন বলেন, সামান্য বৃষ্টি হলেই কলেজ মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কলেজে আসা শিক্ষার্থী ও শিক্ষকরা চরম দুর্ভোগে পড়েন। চলাফেরা ও খেলাধুলা করা যায় না। কিন্তু মাঠ ভরাটে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, এমন পরিস্থিতি নতুন নয়, দীর্ঘদিন ধরে কলেজ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এরআগেও মাঠের জলাবদ্ধতা নিরসনে মাঠ ভরাটের জন্য একাধিকবার দাবি জানিয়ে আসলেও কলেজ কর্তৃপক্ষ নির্বিকার। তারা দ্রুত মাঠে মাটি ভরাট করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

জাসদ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাকিব হাসান সীমান্ত বলেন, ‘সামান্য বৃষ্টিতে কলেজ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে শিক্ষার্থীদের হাটাচলায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া এটি কলেজের একমাত্র মাঠ হওয়ায় খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। মাঠের জলাবদ্ধতা নিরসনে জাসদ ছাত্রলীগ কলেজ শাখার আয়োজনে মাঠে পোনা মাছ অবমুক্তের ব্যতিক্রম কর্মসূচি পালন করে’।

এ বিষয়ে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাহেদুল ইসলাম বলেন, ‘মাঠ ভরাটের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে মাঠে মাটি ভরাটে এষ্টিমেটও করা হয়েছে। এতে ব্যয় ধরা হয় প্রায় ৭০ লাখ টাকা। কিন্তু মাটি ভরাটের টেন্ডার প্রক্রিয়া শুরু হলে বিভিন্ন ছাত্র সংগঠনের চাপ (কাজ পাওয়ার জন্য) ও গ্রুপিং থাকায় মাঠ ভরাটের কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা’।

তবে অধ্যক্ষ জাহেদুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে জাসদ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাকিব হাসান সীমান্ত বলেন, অধ্যক্ষর দাবি সঠিক নয়। তারা মূলত মাঠ ভরাটের নামে তালবাহনা করছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া উন্নয়ন ফির টাকা দিয়ে মাঝে মাঝে দু’এক গাড়ি বালি বা মাটি ফেলে টাকা তসরুপ করে’।

(এইচআইবি/এএস/আগস্ট ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test