E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে মহিলাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

২০১৭ আগস্ট ০৬ ১৫:৪১:০৩
টাঙ্গাইলে মহিলাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ৬৫ দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

কর্মশালা উপলক্ষে রবিবার (৬ আগষ্ট) সকালে স্থানীয় শিশু একাডেমী হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে সাম্রাজ্যবাদি চক্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। আমরা এ শোকের মাসে শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যেএ কর্মশালার উদ্বোধন করছি।

জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য রুমা খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফার ইয়াসমীন, বাংলাদেশ শিশু একাডেমী জেলা সংগঠক শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহরাব হোসেন।

(আরকেপি/এসপি/আগস্ট ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test