E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

২০১৭ আগস্ট ০৮ ১১:৫৩:৫৩
টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরের চাঞ্চল্যকর রাজন (২৪) হত্যা মামলার রায়ে ১২জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের স্পেশাল আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান সিকদার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের ছাইফুল, মোমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। তন্মধ্যে ৪জন আসামী পলাতক রয়েছে। এরা হলেন একই গ্রামের আব্দুল মজিদ, মজনু, নরুল ইসলাম ও মজিদ।

মামলার সংখিপ্ত বিবরনে প্রকাশ, ২০১৮৪ সালের ১৩ এপিল সকাল ৭টার দিকে দন্ডিত আসামীরা ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়িতে ঘরের বেড়া ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে লাল মিয়ার পুত্র কলেজ ছাত্র রাজন (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে ওইদিন বিকেলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। পরে নিহত রাজন পিতা লাল মিয়া বাদী হয়ে পরের দিন ১৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। এবং ৬জন আসামীকে অব্যাহতি প্রদান করেন।
মামলায় ১২জন আসামী স্বাক্ষ প্রদান করে। স্বাক্ষ প্রদানে প্রমানিত হওয়ায় আদালত মামলার সকল আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইলের স্পেশাল পিপি এডভোকেট মুলতান উদ্দিন। আসামি পক্ষে শামীমুল আখতার। বাদী পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট নাজিম উদ্দিন।

(এনইউ/এসপি/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test