E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় নদী ভাঙন কবলিত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৭ আগস্ট ০৮ ১৬:০৬:৪২
গাইবান্ধায় নদী ভাঙন কবলিত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নদী ভাঙন কবলিত কামারজানি গোঘাট এলাকার দুস্থ অসহায় ৩শ’ পরিবারের মাঝে মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নাহিদ ফাউন্ডেশন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৪ কেজি ডাল, ১টি শাড়ী ও ১টি লুঙ্গী বিতরণ করা হয়। এছাড়াও এরমধ্যে ১শ’টি পরিবারকে ১ কেজি করে গরুর মাংসও বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেন নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা আলমগীর, রকিবুল হক চৌধুরী রকিব, হিসাব রক্ষক আরিফুল ইসলাম রাজিব, মো. আসাদ প্রমুখ।

উল্রেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। এই প্রথম সরকারের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাঙন কবলিত অসহায় মানুষ সহায়তা করতে এগিয়ে এলো বেসরকারি সংগঠন নাহিদ ফাউন্ডেশন।

(এইচআইবি/এসপি/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test