E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে আবেদনের দুই ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন

২০১৭ আগস্ট ০৮ ২৩:২৯:৫৭
চাটমোহরে আবেদনের দুই ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : “সহজ করিব পদ্ধতি, দ্রুত দিব বিদ্যুৎ সংযোগ” প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহর পৌর সদরের সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে বিদ্যুৎ সংযোগের আবেদন করে মাত্র ২ ঘন্টার মধ্যে সংযোগ স্থাপন করলো পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১।

মঙ্গলবার সকাল ৯টায় মন্দির কমিটি থেকে আবেদন করলে সকাল ১১ টায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়। এছাড়া সোমবার আবেদনের ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে পাবনার দাঁপুনিয়া বাজার জামে মসজিদ ও ফরিদপুরে কবরস্থানে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়।

সংযোগ স্থাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কুন্ডু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার জুলফিকার আলী পিইঞ্জ, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন, সাবেক কাউন্সিলর সন্তোষ কুন্ডু প্রমুখ। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত।

মন্দির কমিটির সভাপতি জয়দেব কুন্ডু বলেন, “আবেদেনের মাত্র ২ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পেলাম, এটা সত্যই প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান সরকার ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ বিষয়ে সংস্থার জেনারেল ম্যানেজার জুলফিকার আলী পিইঞ্জ বলেন, “বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবার অঙ্গিকার আমরা বাস্তবায়ন করছি। এছাড়া সকল ধরনের বিদ্যুৎ সংযোগ কিভাবে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করছি”।

(এসএইচএম/এএস/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test