E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০১৪ জুন ২৭ ১৫:৩৯:৩৫
শেরপুরে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : ভাল বীজে ভাল ফলন। কেবলমাত্র মানসম্পন্ন ভাল বীজ ব্যবহার করে ফসলের উৎপাদন শতকরা ১৫ থেকে ২০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। কৃষকরা যাতে বীজ নিয়ে প্রতারিত না হন সেজন্য মানসম্পন্ন বীজ উৎপাদন, ব্যবহার এবং বীজমান পরীক্ষণের লক্ষে সরকার ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচি গ্রহণ করেছে।

ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ প্রাপ্তি নিশ্চিতকরণ সংক্রান্ত এক সেমিনারে কৃষি বিশেষজ্ঞরা একথা বলেন।

শুক্রবার শেরপুর খামারবাড়ী মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ প্রত্যয়ন এজেন্সীর ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার কর্মসূচী সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগারে কিভাবে কৃষকরা হাতের দোড়গোড়ায় বীজ পরীক্ষার সুযোগ পাবেন সে বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রিন্সিপাল ফিল্ড কন্ট্রোল অফিসার কৃষিবিদ মো. আবু ইউসুফ মিয়া। এতে বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. গোলাম আম্বিয়া প্রধান অতিথি এবং ডিএই’র ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মুহম্মদ মাতহারুল হক হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথের সভাপতিত্ব এতে স্বাগত বক্তব্য রাখেন ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার কর্মসূচীর পরিচালক কৃষিবিদ মো. হাসান কবির। সেমিনারে জেলার ৫ উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বীজ ডিলার, কৃষক প্রতিনিধি, সাংবাদিক অর্ধ শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।


(এইচবি/এটিআর/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test