E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় জন্মাষ্টমী উৎসব পালিত

২০১৭ আগস্ট ১৪ ১৬:৪৭:৩১
গাইবান্ধায় জন্মাষ্টমী উৎসব পালিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত হয়। আজ  (সোমবার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার ভিএইড রোড কালিমন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কালিমন্দির অঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী কৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরণ। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

র‌্যালির আগে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বক্সী সূর্য্যরে সভাপতিত্বে শহরের ভি-এইড রোড কালিবাড়ি মন্দিরে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, মন্দির ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক হামিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, দীপক কুমার পাল,গোপাল চন্দ্র পাল, কালি পদক মুখার্জি, বিমল কুমার সরকার, সুদেব চৌধুরী, চঞ্চল কুমার সাহা, রকি দেব প্রমুখ।

(এইচআইবি/এসপি/আগস্ট ১৪, ২০১৭)


পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test