E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী পালিত

২০১৭ আগস্ট ১৫ ১৬:২২:১৩
গাইবান্ধায় বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়।



জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও মেডিকেল ক্যাম্প, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পন শেষে শোক র‌্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। শোক র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, গাইবান্ধা পৌর পরিষদ, সরকারি মহিলা কলেজ, জেলা জজশীপ ও আইনজীবি সমিতি, গাইবান্ধা জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, আসাদুজ্জামান স্কুল ও কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। জেলা আওয়ামী লীগ আহুত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হিরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, শাহ শরিফুল ইসলাম বাবলু, মোজাম্মেল হক মন্ডল, শহিদুল ইসলাম আবু, সাইফুল আলম সাকা, রণজিৎ বকসী সূর্য্য, গোলাম মারুফ মনা, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মাহমুদা বেগম পারুল, তানজিমুল ইসলাম জামিল, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবীব রাজিব, আব্দুল লতিফ প্রমুখ।

(এইচআইবি/এসপি/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test