E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় এস আই দেবাশীষের শাস্তির দাবিতে মানববন্ধন

২০১৭ আগস্ট ১৬ ১৭:৪০:২৬
গাইবান্ধায় এস আই দেবাশীষের শাস্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার চাঞ্চল্যকর গৃহবধু লাবণী সাহা আত্মহননের প্ররোচণাদানকারী পুলিশ কর্মকর্তা দেবাশীষ সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ (বুধবার)  দুপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শহরের ডিবি রোডে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। উপস্থিত লাবণীর মা, বাবা,ভাই ও অন্য স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। বক্তারা ক্ষোভে ফেটে পড়ে দেবাশীষের ফাঁসি দাবী করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন লাবণীর মা গীতা রাণী সাহা, ভাই গৌরাঙ্গ সাহা, বাবা গোবিন্দ চন্দ্র সাহা, মহিলা পরিষদের সভাপতি আমাতুর নূর ছড়া, সম্পাদক রিকতু প্রসাদ, রাজনীতিক জিয়াউল হক জনি, মীর্জা হাসান, প্রবীর চক্রবর্তী, সুজন প্রসাদ, জামিল নূর রহমান, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য প্রতিভা সরকার ববি, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, চঞ্চল সাহা, রকি দেব, শিরিণ আকতার, নিয়ামুল আহসান পামেল, নাজমা বেগম প্রমুখ। লাবণীর মা বলেন, আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে পাষন্ড দেবাশীষ। সে একজন খুনির মতই অপরাধী।

বক্তারা বলেন, ট্রেনের নিচে ঝাঁপ দেবার আগমুহুর্ত পর্যন্ত লাবণী তার স্বামীকে অন্য নারীর সাথে সম্পর্ক থেকে সরে আসার অনুর্ধো করেন। কিন্তু পাষন্ড দেবাশীষ তা উপেক্ষা করেন। তারা দেবাশীষকে তিন দিনের রিমান্ড নেওয়াকে স্বাগত জানিয়ে তদন্ত সাপেক্ষে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান।



(এইচআইবি/এসপি/আগস্ট ১৬, ২০১৭)



পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test