E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে হাউজি ও জুয়া বন্ধের দাবিতে সড়ক অবরোধ, আন্দোলনের আল্টিমেটাম

২০১৪ এপ্রিল ১১ ১৫:৩৫:১৫
দিনাজপুরে হাউজি ও জুয়া বন্ধের দাবিতে সড়ক অবরোধ, আন্দোলনের আল্টিমেটাম

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হাউজি ও জুয়া বন্ধের দাবিতে একঘন্টা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতা। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধের ফলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক স্থানে বৃহস্পতিবার থেকে এই হাউজি ও জুয়া শুরু হয়।

বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কালিপদ রায় জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট-এর নামে ভুয়া মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার থেকে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক স্থানে হাউজি, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ শুরু করেছে। এতে এলাকার আইনশৃংখলা পরিস্থিতির অবনতিসহ যুবসমাজ ধ্বশের দিকে ধাবিত হচ্ছে। ফলে বাধ্য হয়ে তারা শুক্রবার সকাল ১০টায় বীরগঞ্জ পৌর এলাকায় মানববন্ধন করেছে এবং এরপর সকাল ১১টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর জানান, হাউজি ও জুয়ার ব্যাপারে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট প্রশাসনের কাছ থেকে কোন অনুমোদন নেয়নি।
অবরোধের ফলে মহাসড়কের দু’ধারে শত শত যানবাহন আটকা পড়ে যায়। এরপর দুপুর ১২টায় তারা অবরোধ তুলে নেয়। মানববন্ধন ও অবরোধে নেতৃত্ব দানকারী বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কালিপদ রায় জানান, এরপরও প্রশাসন সেখানে হাউজি, জুয়াসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধ না করলে আবার অবরোধ কর্মসূচীসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

(এটি/এএস/এপ্রিল ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test